সেবামূলক সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্য, রেমিটেন্স যোদ্ধা সাবেক সৌদি আরব বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সোহেল সিকদার চট্টগ্রামে বিএনপি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সম্প্রতি চট্টগ্রাম নগরের রাহাত্তারপুলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ও ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আজিজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, চান্দগাঁও ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বিএনপি নেতা মো. সোহেল সিকদার। আমন্ত্রিত অতিথিরা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন, মুক্ত পরিবেশে রাজপথের আন্দোলনে সংগ্রামের সাথীদের নিয়ে এইরকম একটি আয়োজন সত্যিই সবাইকে উজ্জীবিত করেছে। নেতৃবৃন্দ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের সরকার গঠন করার ব্যাপারে তাগিদ দেন।