চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার ২৭ জানুয়ারি সকালে ক্লাব প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল সিআইপির নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ করপোরেশন কার্যালয়ে চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্লাবের কমিটি হস্তান্তর করেন।
চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ক্লাব কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান, সে সাথে দেশ গঠনে বিশেষ করে জুলাই ২৪ বিপ্লবের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। মেয়র বলেন, প্রবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
এসময় তিনি ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধা সদস্যদের জন্য মেডিকেল স্থাপনের জন্য নগরীতে ২২ গন্ডা জায়গা প্রদানের আশ্বাস দেন এবং একটি স্থায়ী অফিস কার্যালয়ের জন্য স্থান নির্ধারণ ও বিমানবন্দরে আলাদা লাউঞ্জের ব্যবস্থার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, প্রবাসীরা নিজের জীবনের পুরোটা ব্যয় করে দেশের জন্য কাজ করে। অথচ দেশে ফেরার পর অনেক প্রবাসীকে মানবেতর জীবন যাপন করতে হয়। অনেকে অর্থ-কষ্টে ভুগেন, যেসব প্রবাসী প্রবাসে মারা যান, তাদের লাশ দেশে আনতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তিনি সিটি মেয়রকে এ ব্যাপারে উদ্যোগ নিতে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল ইমন, ডায়মন্ড ও ভিআইপি সদস্য, নাজিম উদ্দীন সিকদার, আব্দুল মান্নান, আবু ইউসুফ মামুন, দিদারুল আলম, সোহেল সিকদার, নুরুল কবির, হাজী আবুল কাসেম, আরিফুল ইসলাম, জসিম কুসুমপুরী প্রমুখ।