বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব অবস্তান করছেন। তিনি ইতিমধ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করে ওমরাহ পালন করেেছেন।
বিএনপির কেন্দ্রীয় এ নেতা মদিনা শরীফে রসুল (স) এর রওজা মোবারক জিয়ারত শেষে আগামীকাল ২৬ ফ্রেবুয়ারি দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ওমরা পালন শেষে মক্কায় তিনি প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলত হন। এ সময় তিনি এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন এখন শুধু তাই করুন ৷
এর আগে গত বছরের ১১ আগস্ট ৯ বছর ধরে ভারতে অবস্থানের পর দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন।
৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে।
প্রতিবেদন: আবু তালেব
আবাহা (সৌদি আরব) প্রতিনিধি