কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘রাজনৈতিক পথচলা খুবই কম সময়ের। যে কারণে আমার রাজনৈতিক অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই ঘাটতি আপনাদের সহযোগিতায় আমি পূরণ করতে পেরেছি। আমার পথচলায় ভুল-ত্রুটি হলে তা ক্ষমা করে দেবেন।’
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সম্মানে চিটাগং ক্লাবে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মীর হেলাল বলেন, ‘রাজনীতি করতে গিয়ে অনেক সময় নানা ধরনের ভুল করে ফেলি। কারণ কোনো মানুষই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নন। আমিও একজন মানুষ। ভুল-ত্রুটি সংশোধন করে আমি এগিয়ে যেতে চাই। বৈষম্যহীন একটি রাষ্ট্রগঠনে অবদান রাখতে চাই। এ ক্ষেত্রে সবার বিশেষ করে সাংবাদিকসমাজের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে জেনে আমার অনেক ভুল সংশোধন হতে পারি। রাজনৈতিককর্মী এবং সংবাদকর্মীদের মধ্যে সুসম্পর্ক এবং যোগাযোগ থাকা আবশ্যক। এ কারণে আজকের এই মতবিনিময় সভা। অতীতের মতো আপনারা আমার পাশে থাকেন। আমাকে পরামর্শ দিয়ে আমার ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। গণতন্ত্র, রক্ষায় বৈষম্যহীন একটি সমাজ গঠনে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজের অবদানটা আরও সুদৃঢ়ভাবে রাখতে পারব।’