চট্টগ্রাম ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যাওয়া হলো না কক্সবাজার, ঘন কুয়াশায় পথেই প্রাণ হারালেন বৃদ্ধ

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস

Listen to this article

পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছেন গাড়িতে থাকা তার পরিবারের বাকি ৬ সদস্য। নিহত বৃদ্দের নাম আনোয়ার হোসেন। তিনি পরিবারের ৬ সদস্যসহ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু সেই সৈকত ভ্রমণ করা হলো না তার।

আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার নামক স্থানে ঢাকামুখি লেনে ডাম্প ট্রাকের পিছনে হায়েস মাইক্রোবাসের ধাক্কায় দুর্ঘটনায় প্রাণ হারান আনোয়ার। আহত হন তার পরিবারের অপর ৬ সদস্য।

নিহত আনোয়ার হোসেনের নিজ বাড়ি নারায়ণগঞ্জ হলেও পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম কালাই মিয়া।

জানা যায়, রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন বৃদ্ধ আনোয়ার হোসেন। সোমবার সকালে তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটির সামনে অংশ। সেটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যাওয়া হলো না কক্সবাজার, ঘন কুয়াশায় পথেই প্রাণ হারালেন বৃদ্ধ

আপডেট সময় ১২:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
Listen to this article

পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছেন গাড়িতে থাকা তার পরিবারের বাকি ৬ সদস্য। নিহত বৃদ্দের নাম আনোয়ার হোসেন। তিনি পরিবারের ৬ সদস্যসহ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু সেই সৈকত ভ্রমণ করা হলো না তার।

আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার নামক স্থানে ঢাকামুখি লেনে ডাম্প ট্রাকের পিছনে হায়েস মাইক্রোবাসের ধাক্কায় দুর্ঘটনায় প্রাণ হারান আনোয়ার। আহত হন তার পরিবারের অপর ৬ সদস্য।

নিহত আনোয়ার হোসেনের নিজ বাড়ি নারায়ণগঞ্জ হলেও পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম কালাই মিয়া।

জানা যায়, রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন বৃদ্ধ আনোয়ার হোসেন। সোমবার সকালে তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটির সামনে অংশ। সেটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।