চট্টগ্রাম ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

Listen to this article

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং দারা প্রদেশে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা, সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে সিরিয়ার সরকারি টেলিভিশন ও এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে লিখেছে, দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে কিসওয়েহ শহরে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা। এই হামলায় ২ জন নিহত হয়েছে তবে তারা সাধারণ নাগরিক না সামরিক বাহিনীর সদস্য সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি।

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশেও পৃথক একটি বিমান হামলা হয়েছে। তবে সেখানে কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক কার্যালয় ও অস্ত্রশস্ত্র মজুত রাখা স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, ‘আমরা সিরিয়াকে লেবাননের মতো হতে দেব না। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন কোনো শাসকগোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

সিরিয়ায় জাতীয় সম্মেলনে ইসরায়েলের সমালোচনার পরপরই এই হামলা চালানো হয়। ওই সম্মেলনের সর্বশেষ ঘোষণায় সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতির তীব্র নিন্দা জানানো হয় এবং সেনা প্রত্যাহারের দাবি করা হয়।

এর আগে, গত রোবরার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন শাসকগোষ্ঠী বা সশস্ত্র সংগঠনের উপস্থিতি আমরা মেনে নেব না।’ তিনি ওই অঞ্চলকে ডিমিলিটারাইজড জোন (অসামরিক এলাকা) হিসেবে ঘোষণার দাবিও করেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে। তবে দামেস্কের দক্ষিণে এ ধরনের হামলা নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

আপডেট সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Listen to this article

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং দারা প্রদেশে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা, সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে সিরিয়ার সরকারি টেলিভিশন ও এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে লিখেছে, দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে কিসওয়েহ শহরে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা। এই হামলায় ২ জন নিহত হয়েছে তবে তারা সাধারণ নাগরিক না সামরিক বাহিনীর সদস্য সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি।

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশেও পৃথক একটি বিমান হামলা হয়েছে। তবে সেখানে কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক কার্যালয় ও অস্ত্রশস্ত্র মজুত রাখা স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, ‘আমরা সিরিয়াকে লেবাননের মতো হতে দেব না। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন কোনো শাসকগোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

সিরিয়ায় জাতীয় সম্মেলনে ইসরায়েলের সমালোচনার পরপরই এই হামলা চালানো হয়। ওই সম্মেলনের সর্বশেষ ঘোষণায় সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতির তীব্র নিন্দা জানানো হয় এবং সেনা প্রত্যাহারের দাবি করা হয়।

এর আগে, গত রোবরার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন শাসকগোষ্ঠী বা সশস্ত্র সংগঠনের উপস্থিতি আমরা মেনে নেব না।’ তিনি ওই অঞ্চলকে ডিমিলিটারাইজড জোন (অসামরিক এলাকা) হিসেবে ঘোষণার দাবিও করেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে। তবে দামেস্কের দক্ষিণে এ ধরনের হামলা নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।