স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনকে পুশ ইন করা হয়েছে। সোমবার (২৬ মে) ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে এই পুশ ইনের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলোর মতে পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ,৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
জানা যায়, পুশ ইন হওয়া ব্যক্তিদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে বিমানে করে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের দক্ষিণ ত্রিপুরার করবুক সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় নিয়ে আসে বিএসএফ। পরে আজ ভোররাতে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। তবে তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে নিজেদের দাবি করছেন। কাজের সন্ধানে তারা হরিয়ানায় গিয়েছিল বলে জানায় স্থানীয়দের।
তবে এ বিষয়ে বিজিবি থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেয়া হচ্ছে না কোনো তথ্যও।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরেজমিনে গিয়ে তাদের বিষয়ে খোঁজ নেয়া হবে। এ সময়, পরিচয় শনাক্তের করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাদের নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে। তবে অনুপ্রবেশ হয়ে থাকলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে, চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর, তাইন্দং, পানছড়ির লোগাং ও রামগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ ইন করা হয়েছে।
/এএইচএম