চট্টগ্রাম ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মদিনা যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী জয়নাল

Listen to this article

ওমরা শেষে পরিবারের সদস্যদের নিয়ে মক্কা থেকে যাচ্ছিলেন পবিত্র নগরী মদিনায়। কিন্তু নিয়তি তাকে যেতে দিল না প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) এর রওজা মোবারক পর্যন্ত। তার আগেই নিজের স্ত্রী ও দুই সন্তানের সামনে গাড়ির ধাক্কায় প্রাণ দিতে হলো সৌদি আরব প্রবাসী জয়নাল মেস্তোরিকে।

জানা যায়, জয়নাল আবেদীন প্রকাশ (জয়নাল মেস্তোরী, ৬০) দীর্ঘদিন যাবত সৌদি আরব প্রবাসী। উনি আবহা খামিছ মোশায়েত থেকে পরিবারের সদস্যদের নিয়ে মক্কায় পবিত্র ওমরাহ শেষে মদিনা যাচ্ছিেলেন। যাওয়ার পথে মদিনার কাছাকাছি জায়গায় রাস্তার পাশে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন, ওই সময় পিছন থেকে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে ঘটনাস্থলে প্রাণ হারান জয়নাল। এ সময় তার সাথে থাকা পরিবারের দুই ছেলে ও উনার স্ত্রী প্রাণে বেঁচে যান।

পরিবারের বরাতে জানা গেছে, নিহত জয়নালের পিতা মৃত,নাদের হোসেন। তার গ্রামের বাড়ি কাহরিয়া ঘোনা ৫ নং ওয়ার্ড, চকরিয়া, কক্সবাজার। উনি সৌদি আরবে ২৩ বছর যাবত প্রবাস জীবন কাটিয়েছেন। বর্তমানে উনার মৃতদেহ মদিনায় স্থানীয় হাসপাতালে মদিনা ওয়াদী আল ফারহ নামক হসপিটালে হিম ঘরে রাখা হয়েছে, নিহতের লাশ সৌদি আরবে দাফন করার কথা রয়েছে।

প্রতিবেদন: আবু তালেব

আবাহা (সৌদি আরব) প্রতিনিধি

মদিনা যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী জয়নাল

আপডেট সময় ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
Listen to this article

ওমরা শেষে পরিবারের সদস্যদের নিয়ে মক্কা থেকে যাচ্ছিলেন পবিত্র নগরী মদিনায়। কিন্তু নিয়তি তাকে যেতে দিল না প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) এর রওজা মোবারক পর্যন্ত। তার আগেই নিজের স্ত্রী ও দুই সন্তানের সামনে গাড়ির ধাক্কায় প্রাণ দিতে হলো সৌদি আরব প্রবাসী জয়নাল মেস্তোরিকে।

জানা যায়, জয়নাল আবেদীন প্রকাশ (জয়নাল মেস্তোরী, ৬০) দীর্ঘদিন যাবত সৌদি আরব প্রবাসী। উনি আবহা খামিছ মোশায়েত থেকে পরিবারের সদস্যদের নিয়ে মক্কায় পবিত্র ওমরাহ শেষে মদিনা যাচ্ছিেলেন। যাওয়ার পথে মদিনার কাছাকাছি জায়গায় রাস্তার পাশে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন, ওই সময় পিছন থেকে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে ঘটনাস্থলে প্রাণ হারান জয়নাল। এ সময় তার সাথে থাকা পরিবারের দুই ছেলে ও উনার স্ত্রী প্রাণে বেঁচে যান।

পরিবারের বরাতে জানা গেছে, নিহত জয়নালের পিতা মৃত,নাদের হোসেন। তার গ্রামের বাড়ি কাহরিয়া ঘোনা ৫ নং ওয়ার্ড, চকরিয়া, কক্সবাজার। উনি সৌদি আরবে ২৩ বছর যাবত প্রবাস জীবন কাটিয়েছেন। বর্তমানে উনার মৃতদেহ মদিনায় স্থানীয় হাসপাতালে মদিনা ওয়াদী আল ফারহ নামক হসপিটালে হিম ঘরে রাখা হয়েছে, নিহতের লাশ সৌদি আরবে দাফন করার কথা রয়েছে।

প্রতিবেদন: আবু তালেব

আবাহা (সৌদি আরব) প্রতিনিধি