২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা বিশ্বের বিভিন্ন দেশের এক কোটি ৮৫ লাখেরও বেশি মুসলিম পবিত্র হজ ও উমরা পালন করেছেন। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী ড. তওফিক আল রাবিয়া এই তথ্য জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় চতুর্থ হজ ও উমরা সম্মেলন এবং প্রদর্শনীতে বক্তৃতা দিতে গিয়ে আল রাবিয়া বলেছেন, পবিত্র হজ ও উমরা পালনে আসা অতিথিদের অভিজ্ঞতা সম্প্রসারণের জন্য এই ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি আনা হয়েছে।
তিনি মসজিদে নববিতে অবস্থিত রিয়াজুল জান্নাত জিয়ারতের নতুন পদ্ধতি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, নতুন ব্যবস্থার ফলে রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা অতীতের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৪০ লাখ মুসলিম পবিত্র রওজা শরিফ জিয়ারত করলেও ২০২৪ সালে তা বেড়ে ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে।
আল রাবিয়া হজ ও উমরা পালনকারীদের সম্মুখীন হওয়া ঐতিহাসিক কষ্টের কথা স্বীকার করে বলেন, ‘একসময় নানা অসুবিধা এবং ক্লান্তিতে ভরা সেই যাত্রা এখন স্বাচ্ছন্দ্য এবং আশ্বাসের যাত্রায় রূপান্তরিত হয়েছে, হজ ও উমরাকারীদের জন্য ব্যাপক পরিষেবা অপেক্ষা করছে। এ সময় তিনি কৃতজ্ঞতার সঙ্গে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন অবদানের কথা স্বীকার করেন।
উমরা যাত্রীদের জন্য সৌদি আরবের চালু করা নুসুক অ্যাপের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন আল রাবিয়া। নতুন এই সংস্করণের অ্যাপে উমরাযাত্রীদের জন্য শতাধিক অতিরিক্ত সেবা যুক্ত করা হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে সারাবিশ্বের উমরা পালনকারীরা পুরো উমরা যাত্রার পরিকল্পনা করতে পারেন। এটি ভ্রমণকারীদের উমরা যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করে। এখান থেকেই হোটেল বুকিং থেকে শুরু করে ট্রান্সপোর্ট সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আপনি প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরিজমের মাধ্যমেও বাংলাদেশ থেকে আপনার ওমরা সম্পন্ন করতে পারেন। এজন্য প্রতিষ্ঠানের ০১৮৮ ৯৯ ৭০৫ ৬৮, ০১৮৮ ৯৯ ৭০৫ ৭৫ এসব নাম্বারে যোগাযোগ করতে পারেন।