চট্টগ্রাম ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫

Listen to this article

ফরিদপুরের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন।

উপজেলার জোয়াইড় বাখুন্ডা এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।রে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সার্ভিস।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেছে বলে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “দ্রুতগতির বাসটি আরেকটি দ্রুতগতির কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫

আপডেট সময় ০২:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
Listen to this article

ফরিদপুরের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন।

উপজেলার জোয়াইড় বাখুন্ডা এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।রে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সার্ভিস।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেছে বলে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “দ্রুতগতির বাসটি আরেকটি দ্রুতগতির কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”